Tuesday, December 5, 2023
Bangla Newsরাজ্যকলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় জারি অতি ভারী বৃষ্টি! কেমন কাটবে লক্ষ্মীপুজো?

কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় জারি অতি ভারী বৃষ্টি! কেমন কাটবে লক্ষ্মীপুজো?

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

রবিবার রাতে শুরু হওয়া বৃষ্টি এখনও জারি রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সেই অর্থে জল না জমলেও অবিরাম বৃষ্টিতে ফের নাজেহাল মানুষজন। এরই মধ্যে লক্ষ্মীপুজো আগামীকাল। আবহাওয়া দফতর জানিয়ে দিল, বুধবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। আজ রাতভর বৃষ্টি চলবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়।

এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উল্লেখ্য, নিম্নচাপের গতিপথ পর্যবেক্ষণ করে আগেই দুর্যোগের পূর্বাভাস দিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া অফিস। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের জেরেই পূবালি হাওয়া ঢুকছে পশ্চিমবঙ্গে। আর তা থেকেই ভারী ও অতি ভারী বৃষ্টি হচ্ছে রাজ্যে। সঙ্গে বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার লক্ষ্মীপুজো পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝআড়গ্রামে আজও অতি ভারী বৃষ্টি হবে। এখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, হাওড়া, হুগলিতেও সতর্কতা জারি হয়েছে ঝোড়ো হাওয়ার।

আপাতত মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি হতে পারে এই সময়ে।

- Advertisement -

কলকাতা নিউজ ২৪ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন কলকাতা নিউজ ২৪ বাংলার ওয়েবসাইটে।

Sponsored Content

spot_img

Most Read News

Related News

পুজোর আগেও আকাশে দুর্যোগের ভ্রুকুটি, কোথায় কোথায় চলবে বৃষ্টি?

বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুষ্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পূর্ব ঝাড়খন্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর...

ভারী বৃষ্টি বাংলার জায়গায় জায়গায়, রাজ্যজুড়ে জারি সতর্কতা

বিদায়বেলায় বাংলার একাধিক জায়গা ভাসাতে চলেছে বর্ষা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাই জারি হয়েছে সতর্কতা। এর মধ্যে বহু...

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব! আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি

আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে...

ঘরে বসেই জমি-বাড়ির রেজিস্ট্রির কপি পাওয়া যাবে শীঘ্রই, পরিষেবার স্বচ্ছতায় উদ্যোগী নবান্ন

এতদিন মূল দলিল হাতে পেতে নির্দিষ্ট আইজিআর রশিদ নিয়ে ক্রেতাকে রেজিস্ট্রি অফিসে যেতে হতো। তবে, শীঘ্রই সে ব্যবস্থার...