সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়। মঙ্গলবার সকালে দিল্লিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করে তাঁর হাতে ইস্তফাপত্র তুলে দিয়েছেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করার চেষ্টা চালাচ্ছিলেন এই তারকা রাজনীতিবিদ। সোমবারই বাবুল টুইটে জানিয়েছিলেন, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে তিনি দেখা করবেন। অধ্যক্ষের হাতেই তাঁর সাংসদ পদ থেকে ইস্তফাপত্র তুলে দেবেনও বলেও টুইটে তিনি জানিয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালে আসানসোল থেকে বিজেপির টিকিটে জিতে সাংসদ হন বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন তিনি। এরপর ২০১৯-এর লোকসভা ভোটেও আসানসোল কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয়লাভ করেন বাবুল। এক সময় রাজনীতি থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন বাবুল। তবে শেষমেশ বিজেপি ছেড়ে গত ১৮ সেপ্টেম্বর তৃণমূলে যোগ দেন এই তারকা রাজনীতিবিদ। তৃণমূলে যোগ দেওয়ার পরেই সাংসদ পদ ছাড়বেন বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। শেষমেশ মঙ্গলবার সাংসদ পদ থেকে আনুষ্ঠানিক ইস্তফা বাবুলের।