Weather Forecast Today: ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।আজ, সোমবারও দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা দক্ষিণবঙ্গে। পূবালি হাওয়ার জন্য কলকাতা-সহ সংলগ্ন এলাকায় ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। উপকূলের জেলায় দুর্যোগের আশঙ্কা বেশি। মৎস্যজীবীদের আগামিকাল, মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে (West Bengal Weather Forecast)।
দার্জিলি, কালিম্পং সহ উত্তরবঙ্গের (North Bengal) বেশ কয়েকটি জায়গায় ধ্বস নামতে পারে বলে জারি করা হয়েছে সতর্কতা। এর জেরে পার্বত্য এলাকার নীচু জায়গায় জল জমতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
দেখুন আবহাওয়া দফতরের ট্য়ুইট…
পাশাপাশি মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে ১৯ অক্টোবর পর্যন্ত মত্স্যজীবীরা যাতে কোনওভাবে সমুদ্রে না যান, সে বিষয়ে সতর্ক করা হয়েছে প্রত্যেককে।