এবার বিশ্বকাপ অভিযানে নামছে ভারত, ইংল্যান্ড। দুই দলই সোমবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি। ভারত ২৪ অক্টোবর প্ৰথম ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ঠিক তার একদিন আগে ইংল্যান্ড আবার টুর্নামেন্ট অভিযান শুরু করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মূলপর্বে খেলতে নামার আগে দুই দলই দুটো করে প্রস্তুতি ম্যাচে খেলবে। অন্যদিকে ইংল্যান্ড ভারত ছাড়াও খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
সুপার-১২ পর্বে ভারত নিজেদের গ্রুপে খেলবে পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং দুটো কোয়ালফাইং দলের বিরুদ্ধে। ওয়ার্ম আপ ম্যাচে ভারত ইংল্যান্ড দুই দলেরই লক্ষ্য যথাসম্ভব সেরা তারকাদের প্রস্তুতি সেরে রাখা। সরকারিভাবে এটি টি২০ ম্যাচের মর্যাদা না পাওয়ায় দুই দলই ১৫ জন ক্রিকেটারকে মাঠে নামাতে পারবে।
ভারত বনাম ইংল্যান্ডের ওয়ার্ম আপ ম্যাচ কখন?
ভারত বনাম ইংল্যান্ডের ওয়ার্ম আপ অক্টোবরের ১৮ তারিখ সোমবার। ভারতীয় সময় অনুযায়ী খেলা শুরু সন্ধে ৭.৩০-এ। টস হবে ৭টার সময়।
কোন চ্যানেলে ভারত বনাম ইংল্যান্ডের সরাসরি সম্প্রচার দেখা যাবে?
Star Sports 1/1 HD, Star Sports 1 Hindi/1 HD Hindi, Star Sports 1 Tamil, 1 Telugu & 1 Kannada চ্যানেলে সরাসরি এই ম্যাচের লাইভ সম্প্রচার দেখা যাবে।
কোন ওয়েব প্ল্যাটফর্মে ভারত বনাম ইংল্যান্ডের ওয়ার্ম আপ ম্যাচ উপভোগ করা যাবে?
Disney + Hotstar এপে এই ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে।
টি২০ বিশ্বকাপে ভারতের স্কোয়াড:
বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, ভুবনেশ্বর কুমার