২৪ অক্টোবর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচ দিয়ে আইসিসি টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ভারত সুপার টুয়েলভের গ্রুপ-টু’এর চারটি ম্যাচ খেলবে দুবাইয়ে। একটি ম্যাচে তারা মাঠে নামবে আবু ধাবিতে। শারজায় কোনও লিগ ম্যাচ নেই ভারতের। টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সব লিগ ম্যাচগুলি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। সুতরাং, ভারতীয় সময় অনুযায়ী ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
বিশ্বকাপ শুরুর আগে দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচ ও সুপার টুয়েলভের সম্পূর্ণ সূচি।
ভারতের প্রস্তুতি ম্যাচের সূচি:-
১৮ অক্টোবর (সোমবার): বনাম ইংল্যান্ড (আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি, দুবাই, সন্ধ্যা ৭টা ৩০)।
২০ অক্টোবর (বুধবার): বনাম অস্ট্রেলিয়া (আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি, দুবাই, দুপুর ৩টে ৩০)।
ভারতের সুপার টুয়েলভ গ্রুপ-টু’এর সূচি:-
২৪ অক্টোবর (রবিবার): বনাম পাকিস্তান (দুবাই, সন্ধ্যা ৭টা ৩০)।
৩১ অক্টোবর (রবিবার): বনাম নিউজিল্যান্ড (দুবাই, সন্ধ্যা ৭টা ৩০)।
৩ নভেম্বর (বুধবার): বনাম আফগানিস্তান (আবু ধাবি, সন্ধ্যা ৭টা ৩০)।
৫ নভেম্বর (শুক্রবার): বনাম বি-গ্রুপের এক নম্বর দল (দুবাই, সন্ধ্যা ৭টা ৩০)।
৮ নভেম্বর (সোমবার): বনাম এ-গ্রুপের দু’নম্বর দল (দুবাই, সন্ধ্যা ৭টা ৩০)।