Monday, May 29, 2023
Bangla Newsখেলানেপালকে ৩-০ গোলে হারিয়ে ফের সাফ চ্যাম্পিয়ন ভারত

নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফের সাফ চ্যাম্পিয়ন ভারত

- Advertisement -
- Advertisement -

নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফের সাফ চ্যাম্পিয়ন ভারত। এই নিয়ে মোট ৮ বার সাফ কাপ জিতল ভারতীয় ফুটবল দল। গতবার মলদ্বীপের কাছে হেরে রানার্স হয়েছিল ভারত। এবার নেপালকে হারিয়ে খেতাব পুনরুদ্ধার করলেন ছেত্রীরা।ভারতের হয়ে ১টি করে গোল করেন ছেত্রী, সুরেশ ও সামাদ। এর আগে ভারত সাফ চ্যাম্পিয়ন হয় ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে। রানার্স হয় ১৯৯৫, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালে।

যদিও এবারে সাফ কাপের শুরুটা মোটেই ভাল হয়নি ভারতের। প্রথম ম্যাচে দশ জনের বাংলাদেশের কাছে আটকে গিয়েছিল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধেও পয়েন্ট নষ্ট করেন সুনীলরা। সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে নেপালের বিরুদ্ধে ম্যাচটা জিততেই হতো ভারতকে। ওই ম্যাচে সুনীলের একমাত্র গোলে জয় পায় টিম ইন্ডিয়া। এরপর মালদ্বীপের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচে ৩-১ ব্যবধানে জয়ই যেন ভারতকে পুরনো আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। আর প্রমাণ পাওয়া গেল এদিনও। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন সুনীল ছেত্রীরা। কিন্তু আক্রমণে ঝড় তুললেও গোলমুখ খুলতে ব্যর্থ হন। শেষপর্যন্ত গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই খোলস ছেড়ে বেরোন টিম ইন্ডিয়ার ফুটবলাররা। ৪৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। পরবর্তী মিনিটেই গোল করে এগিয়ে দেন সুরেশ। এরপরও ভারতীয় দল আক্রমণের ঝাঁঝ বজায় রেখেছিল। উলটোদিকে নেপাল গোলশোধের মরিয়া চেষ্টা করলেও তাতে সফল হয়নি। উলটে ৯০ মিনিটে নেপালের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সাহাল আবদুল। ফলে ৩-০ ব্যবধানে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারত।

- Advertisement -

কলকাতা নিউজ ২৪ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন কলকাতা নিউজ ২৪ বাংলার ওয়েবসাইটে।

Sponsored Content

spot_img

Most Read News

Related News

IPL 2023 Opening Ceremony: রশ্মিকা থেকে তামান্না, আইপিএল ২০২৩-এর উদ্বোধনে আর কারা?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৩ শুরু হতে চলছে ৩১ মার্চ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে এই প্রতিযোগিতা।...

আজ এশিয়া কাপে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা, কোথায়-কখন, দেখে নিন সম্ভাব্য একাদশ

এশিয়া কাপের (Asia Cup 2022) ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে ভারত (India vs Sri Lanka)।...

আজ, রবিবার (৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান, কখন, কোথায় দেখবেন?

আজ আরও একবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে টিম রোহিত (Rohit Sharma)। এবার সুপার ফোরের লড়াইয়ে খেলতে নামছে ২...

টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম

ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিকুর রহিম । এশিয়া কাপে  আফগানিস্তান ও শ্রীলঙ্কার  বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে টাইগার বাহিনী।...