পরপর পাঁচ দিন কলকাতায় দাম বাড়ল পেট্রোল-ডিজেলের।চতুর্থীতে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ২৯ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ৩৫ পয়সা। শনিবার কলকাতায় পেট্রোলের নয়া দাম লিটারে ১০৪ টাকা ৫২ পয়সা। ডিজেলের দাম লিটারে ৯৫ টাকা ৫৮ পয়সা।
কয়েক মাস আগেই কলকাতায় পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছিল। জ্বালানি তেলের লাগাতার দাম-বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে বাজার দরে।নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। তবে উত্সবের মরশুমে লাগাতার জ্বালানি দাম বৃদ্ধির জেরে দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর দাম আরও চড়া হওয়ার আশঙ্কা প্রবল।
দিন কয়েক আগেই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল। তারই কয়েকদিনের মাথায় দাম বেড়েছে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের। একদিকে রান্নার গ্যাসের চড়া দাম অন্যদিকে, পেট্রোল-ডিজেলের লাগাতার দাম-বৃদ্ধি, বিপাকে সাধারণ মানুষ।