নিম্নচাপের জেরে মাটি হতে পারে এবছরের দুর্গাপুজো। বুধবার তেমনই পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুসারে অষ্টমীর রাত থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে শুরু হতে পারে বৃষ্টি। বৃষ্টি চলতে পারে দশমী পর্যন্ত।
পুজোর ঠিক মুখে হিমালয়ের পাদদেশে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এরই পাশাপাশি আগামী রবিবার আন্দামান সাগরেও নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হওয়ার পরের কয়েকদিনে তা সরে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এসে পৌঁছোবে।
তার প্রভাবে পুজোয় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে বৃষ্টি একটু থামতেই বেড়েছে তাপমাত্রা এবং ভ্যাপসা গরম। এদিকে অষ্টমী থেকেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। নবমী ও দশমী থেকে বাড়বে বৃষ্টি, এমনটাই জানিয়েছেন, আলিপুর আবহাওয়া দফতর। ৬ অক্টোবর থেকে, উত্তর পশ্চিম ভারতে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, বাংলা থেকে কবে বর্ষা কবে বিদায় নেবে, তা এখনও নিশ্চিত নয়।