বিধানসভায় হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ অনুষ্ঠান। পাশাপাশি শপথ নেবেন রাজ্যের অপর দুই কেন্দ্র জঙ্গিপুর ও সামশেরগঞ্জের নব নির্বাচিত বিধায়ক। তিন তৃণমূল কংগ্রেস বিধায়কের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল।
আরও পড়ুনঃ চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, পুজো ভাসাবে বৃষ্টি|
প্রসঙ্গত, চিরাচরিত নিয়মানুযায়ী বিধায়কদের শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার বা স্পিকার৷ এই অধিকার অবশ্য রাজ্যপালের হাতে থাকে৷ রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল নিজের হাতে সেই দায়িত্ব রাখতে চান। সেই কারণেই বিধানসভা সচিবালয় সূত্রে প্রথমে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সূত্রের খবর, রাজভবন থেকে বিধানসভায় পাঠানো একটি বার্তায় জানানো হয়েছিল, সংবিধানের ১৮৮ ধারা অনুযায়ী শপথগ্রহণ নিয়ে রাজ্যপাল এতদিন যে অধিকার স্পিকারকে দিয়েছিলেন, তা ফিরিয়ে নেওয়া হবে।
সূত্রের খবর, আজ বৃহস্পতিবার শুভক্ষণ দেখেই হবে শপথ (Mamata Banerjee Swearing In)। মমতা বন্দোপাধ্যায়ের পাশাপাশি সামশেরগঞ্জ ও জঙ্গিপুর এই দুই আসনেও জিতে আসা দুই তৃণমূল বিধায়ক একই দিনে শুভক্ষণ দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই শপথ নেবেন বলে জানা যাচ্ছে।