তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সব্যসাচী দত্ত।২০১৯ সালের দেবীপক্ষে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। ২০২১ এর দেবীপক্ষে ফিরলেন পুরনো দলে। বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে তৃণমূলের মহাসচিব ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে ফিরলেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের আর এক মন্ত্রী ফিরহাদ হাকিম।
তৃণমূলে যোগদান করে সব্যসাচী দত্ত বলেছেন, ”ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়েছিলাম। আমায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন, পার্থদা, ববিদা গ্রহণ করেছেন। আমি কৃতজ্ঞ। দল যে ভাবে বলবে সে ভাবে কাজ করব।”পাশাপাশি দীর্ঘদিন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার বিষয়ও উল্লেখ করেন তিনি। যে প্রসঙ্গ উঠে আসে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেও।
তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছিলেন, ‘দেখুন ষষ্ঠী পর্যন্ত কী হয়।’ যদিও ষষ্ঠী পর্যন্ত অপেক্ষার আগেই ‘ঘরে ফিরলেন’ সব্যসাচী।