নিজস্ব প্রতিনিধি: পুজোর আগেই শহর কলকাতায় বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। আগামী সোমবার থেকে প্রতিদিন ২৬৬টি মেট্রো চলবে। বাড়ানো হল ১০টি ট্রেন। বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত দিনে মোট ২৫৬টি মেট্রো চলছিল। তবে পুজোর মরশুমে শেষবেলায় কেনাকাটার হিড়িক আরও পড়বে। সেক্ষেত্রে মেট্রোর চাপও বাড়বে। সেই বিষয়টি মাথায় রেখেই ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রোর।এর মধ্যে ১৩৩টি আপ এবং ১৩৩টি ডাউন ট্রেন। সকাল সাড়ে ৭টা থেকে চালু হয়ে ট্রেন চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
আরও পড়ুনঃ আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, কড়া নিরাপত্তায় চলছে ভোট, বুথে বুথে পুলিশ
ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গেছে পুজোর কেনাকাটা। যার জন্য ভিড় বাড়ছে বাসে এবং মেট্রোতে। ফলে মেট্রোর এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই যাত্রীদের পক্ষে যথেষ্টই উপযোগী হবে। একদিকে যেমন ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে তেমনি সকাল এবং সন্ধের ব্যস্ত সময়ে প্রতি পাঁচ মিনিট অন্তর ট্রেন চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। প্রতিটি মেট্রো স্টেশনে স্যানিটাইজার রাখা হবে। যাত্রীরা মাস্ক ব্যবহার করছেন কি না, সে বিষয়েও কড়া নজর রাখা হবে।