আচ্ছা, প্রেম মানেই কি যন্ত্রণা? এই প্রশ্ন কিন্তু আমাদের জীবনে কখনও না কখনও ঠিক ঘুরেফিরে আসে। কারোর জীবনে প্রেম পায় শুভ পরিণতি, আবার কারও কাছে প্রেম চিরকাল অধরাই থেকে যায়। যাই হোক, সামনেই পুজো আর পুজো মানেই প্রেম। যদিও মহামারীর তান্ডবে এই বছর পুজো-প্রেম কতটা সফল হবে সেটা বলা কষ্টসাধ্য। ঠিক তেমনই এক হিন্দু মেয়ে এবং মুসলিম ছেলের প্রেমকাহিনী কতটা সফল হবে সেটা বলাও মুশকিল। এই কষ্টসাধ্য এক প্রেমের গল্প নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘টিউন টোন’ চ্যানেল প্রযোজিত হিন্দি মিউজিক ভিডিও “ইয়া হাবিবি মাফ কর”। যার গীতিকার, সুরকার এবং ভোকালিস্ট হলেন সিমন হালদার।
গানটিতে মিউজিক দিয়েছেন তাপস কাহালি, মিক্সিং এবং মাস্টারিং করেছেন রাহ। সানেমাটোগ্ৰফি করেছেন অরুপ নাথ, রাজীব পুরোহিত এবং মিঠু চৌধুরী। এছাড়াও অভিনয়ে রয়েছেন রাহুল, প্রিয়াঙ্কা, রাজীব, মিঠু, আমির এবং বাবু।
যেমন দুর্দান্ত সুর তেমনই গানের কথা আপনার মনকে নিশ্চয়ই স্পর্শ করবে। আর এই দুর্ধর্ষ প্রেম কি আদৌ পরিণতি পাবে? জানতে হলে এক্ষুনি ইউটিউবে দেখে ফেলুন ভিডিওটি। নীচে দেওয়া রইল লিংক।