‘রাধেশ্যাম’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রভাস আর পূজা হেগড়ে। পর্দায় তাঁরা রোমান্স করলেও পর্দার বাইরে নাকি তাঁদের সম্পর্ক ভালো নয়। এমনই গুঞ্জন।
খবরও ছিল যে অভিনেত্রী পূজার অপেশাদার আচরণে নাকি রীতিমতো বিরক্ত প্রভাস। খবরে এ–ও ছিল, এই দক্ষিণী নায়িকার ব্যবহারে তিনি অসন্তুষ্ট। শুটিংয়ে প্রায়ই দেরি করে আসতেন পূজা। এসব নানান কারণে বিরক্ত ছিলেন প্রভাস।

অবশেষে নির্মাতারা বিবৃতিতে জানিয়েছেন, এত দিন প্রভাস আর পূজাকে ঘিরে যেসব খবর উড়ে বেড়াচ্ছিল, তার কোনো ভিত্তি নেই। প্রভাস আর পূজা একে অপরকে অত্যন্ত সম্মান করেন। পর্দার বাইরে তাঁদের সম্পর্ক দারুণ, পর্দায়ও তাঁদের রসায়ন জাদুকরী আবহের সৃষ্টি করেছে। সেটে পূজার দেরি করে আসার খবরও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতারা। তাঁদের বক্তব্য, পূজা সব সময় সময়মতো সেটে পৌঁছাতেন। আর ওনার সঙ্গে কাজ করা অনেক সহজ। এসব গুজব কারও কল্পনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে। এই ছবির মূল দুই তারকার মধ্যে সবকিছু ঠিকঠাক আছে।
রোমান্টিক-ড্রামাভিত্তিক ‘রাধেশ্যাম’ ছবির পরিচালক রাধাকৃষ্ণ কুমার। হায়দরাবাদ, ইতালি, জর্জিয়ায় এই ছবির শুটিং হয়েছে। প্রভাসকে বিক্রমাদিত্যর চরিত্রে দেখা যাবে। আর প্রেরণা নামের এক সংগীতশিক্ষিকার ভূমিকায় অভিনয় করছেন পূজা। ‘রাধেশ্যাম’ হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ভাষায় আগামী ১৪ জানুয়ারি মুক্তি পাবে।