বিভিন্ন পণ্যের দাম বাড়াতে চলেছে নেসলে ইন্ডিয়া (Nestle India)। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২২ সালের মধ্যেই একাধিক প্রোডাক্টের দাম বাড়াবে তারা।
সোমবার নেসলে ইন্ডিয়া-র প্রধান সুরেশ নারায়ণন বলেন ২০২২ সাল খুবই কঠিন বছর হতে চলেছে তাদের পক্ষে। যেহেতু উৎপাদনের খরচ বাড়ার ফলে একাধিক পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছেন তাঁরা।
প্রসঙ্গত, এফএএমসিজি (FMCG) বাজারে নেসলে-র একটি বড় বাজার রয়েছে। এই সংস্থার কয়েকটি পণ্যের মধ্যে রয়েছে ম্যাগি (Maggi), মিল্কিবার (Milkybar), দুধ, কফি, কোকোয়া, ভোজ্য তেল। যার চাহিদাও ব্যাপক। ২০২২ সাল থেকেই ম্যাগি, মিল্কিবার, কফি ইত্যাদির দাম বাড়তে পারে বলে আভাস দিলেন সংস্থার প্রধান।
উল্লেখ্য, নেসলে ইন্ডিয়া এখন গ্রামীণ ভারতীয় এলাকাগুলিতে ব্যবসা বাড়ানোয় জোর দিচ্ছে। তাদের টার্গেট দেশের ১ লক্ষ ২০ হাজার গ্রামমে নিজেদের ব্যবসা ছড়িয়ে দেওয়া। ইতিমধ্যেই ৯০ হাজার গ্রাম তারা কভার করে ফেলেছে। যা মোট গ্রামীণ বাজারের প্রায় ২৫ শতাংশ তো বটেই।