ইনস্টাগ্রাম রিল থেকে শুরু করে বিভিন্ন মিম, সবকিছুর ব্যাকগ্রাউন্ডেই বাজছে এই গান। সৌজন্যে, ইওহানি ডি’সিলভা। শ্রীলঙ্কার প্রেমের গান ‘মানিকে মাগে হিঠে’-র গায়িকা ইনিই।

ইওহানি ডি’সিলভার খ্যাতি তাঁকে টেনে এনেছে ভারতেও। চলতি মাসের শেষ দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর গুরুগ্রামের স্টুডিও এক্স ও-তে অনুষ্ঠান করবেন তিনি। এরপর হায়দরাবাদের গাছিবাউলিতে ৩ অক্টোবর শো করবেন তিনি। এই দুটি শো লাইভ কনসার্টে হবে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে সুপারমুন। এখানে ইওহানি ডি’সিলভা ছাড়াও উপস্থিত থাকবেন অনেক নামিদামি তারকারা। ইওহানি ডি’সিলভা-র ‘মানিকে মাগে হিঠে’ ইতিমধ্যেই ইউটিউবে দেখে ফেলেছেন ১০০ মিলিয়ানেরও বেশি মানুষ।
ভারত থেকে অনুষ্ঠানের ডাক পেয়ে আপ্লুত ইওহানি ডি’সিলভাও। তিনি বলেছেন, ‘ভারত থেকে এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। এই অনুষ্ঠানের অংশ হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি।’ ইওহানি ডি’সিলভা একজন সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক, র্যাপার, ইউটিউবার ও সঙ্গীত প্রযোজক। তাঁর নতুন গান ভারতে হিন্দি, তামিল, মালায়ালম এমনকি বাংলা ভাষাতেও অনুবাদ করা হয়েছে।