ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন। এবার আইপিএল-এ আরসিবি-র অধিনায়কত্বও ছাড়ছেন তিনি । এ দিন আরসিবি-র ট্যুইটার হ্যান্ডেলে ভক্তদের উদ্দেশে ভিডিও বার্তায় নিজেই এ কথা জানিয়েছেন বিরাট। আরসিবি অধিনায়ক হিসেবে এবারের আইপিএল-ই তাঁর শেষ মরশুম বলে জানিয়েছে কোহলি। তবে যতদিন আইপিএল খেলবেন, তিনি আরসিবি-র জার্সি পরেই মাঠে নামবেন বলে জানিয়ে দিয়েছেন বিরাট।
আগামিকাল, সোমবার এবারের আইপিএল-এর দ্বিতীয় পর্বে কেকেআর-এর মুখোমুখি হচ্ছে আরসিবি। তার আগেই ভক্তদের অধিনায়কত্ব ছাড়ার বার্তা দিয়ে রাখলেন বিরাট।
আরসিবির পোস্ট করা ভিডিও বার্তায় কোহলি জানিয়ে দিয়েছেন, ‘এটাই আরসিবি ক্যাপ্টেন হিসাবে আমার শেষ মরশুম। আইপিএলে শেষদিন পর্যন্ত আরসিবি প্লেয়ার হিসাবেই খেলে যাব। সমস্ত আরসিবি ফ্যানদের ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাকে সবসময় সমর্থন জুগিয়ে গিয়েছেন।’

আরসিবির পাঠানো প্রেস বিবৃতিতে কোহলি বলেছেন, ‘আরসিবির জার্সিতে যাত্রাতা দুরন্ত ছিল। আরসিবি স্কোয়াডে প্রতিভাবান ক্রিকেটারদের নেতৃত্ব দেওয়া দারুন একটা ব্যাপার ছিল। আরসিবি ম্যানেজমেন্ট, কোচ, সাপোর্ট স্টাফ, গোটা পরিবার যাঁরা ফ্র্যাঞ্চাইজির বেড়ে ওঠায় অবদান রেখেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। এমন সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ ছিল না। তবে অনেক ভাবনা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি। এতে দারুণ এই ফ্র্যাঞ্চাইজির ভালোই হবে। আরসিবি ফ্র্যাঞ্চাইজি বরাবর আমার হৃদয়ের কাছে থাকবে। আগেও জানিয়েছি, অবসর নেওয়ার আগে পর্যন্ত আরসিবিতেই খেলব।’
আরও পড়ুনঃ এবার ব্যাটিংয়ে মনোনিবেশ, টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি