- Advertisement -
- Advertisement -
বিশ্বসেরার তালিকায় নাম লেখাল কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ডাইরেক্টরি অফ ওয়ার্ল্ড পয়জন সেন্টারে’ নাম জুড়ল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘পয়জন ইনফরমেশন সেন্টারে’র। ভারতের আরও দুটি হাসপাতাল এই তালিকায় রয়েছে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিইউট অফ মেডিক্যাল সায়েন্স এবং ভেলোরের ক্রিশ্চান মেডিক্যাল কলেজের নামও রয়েছে এই তালিকায়।
জেনে রাখা দরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর তরফে বিশ্বজড়ে মোট ৩৫০টি সংস্থাকে স্বীকৃতি দিয়েছে । এই তালিকায় এবার নাম জুড়ল কলকাতার এই হাসপাতালের।২০১৮ সালে আর জি কর হাসপাতালে পয়জন ইনফরমেশন সেন্টার তৈরি হয়।আগামী দিনে পয়জন বা বিষ সংক্রান্ত কোনও গবেষণার ক্ষেত্রে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টার থেকে সহায়তা মিলবে বলে সূত্রের খবর।
- Advertisement -