বিরাট কোহলির সেঞ্চুরি-খরা সম্ভবত সময়ের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। এক সময়ে যার সেঞ্চুরি ছিল ক্রিকেটে সবচেয়ে নিয়মিত ছবির একটি, সেই কোহলির ব্যাটই প্রায় দুই বছরে টেস্টে তিন অঙ্কের দেখা পায়নি একবারও।
তবে ভারতের কিংবদন্তি অধিনায়ক কপিল দেবের চোখে, কোহলির এই সেঞ্চুরি-খরার সঙ্গে অধিনায়কত্বের চাপের সম্পর্ক নেই। কোহলি একবার ছন্দ খুঁজে পেলে শুধু সেঞ্চুরিই নয়, ট্রিপল সেঞ্চুরিই করবেন বলে মনে হচ্ছে কপিল দেবের।
ক্রিকেটবিষয়ক অনুষ্ঠান আনকাটে তাই কপিল বলছেন, ‘এত বছর ধরে ও যখন রান করছিল, তখন কেউই অধিনায়কত্ব বিরাটের ব্যাটিংয়ে প্রভাব ফেলা নিয়ে কিছুই বলেনি। এখন হঠাৎ করে ওর গ্রাফে একটু ওঠা-নামা আসতেই অনেক মত চলে আসছে। ও যখন ওই ডাবল সেঞ্চুরিগুলো করেছিল, এত সেঞ্চুরি করেছিল, তখন অধিনায়কত্বের চাপ ছিল না? এটার মানে হচ্ছে, ওর অধিনায়কত্ব করা-না করা নিয়ে এত আলোচনার দরকার নেই। বরং ও কী করতে পারে সেটি আলোচনার মূল বিষয় হওয়া উচিত।’
কোহলির ব্যাটে সেঞ্চুরি নিয়েও কথা বলেছেন কপিল। ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়কের মনে হচ্ছে, কোহলি যখন সেঞ্চুরিতে ফিরবেন, তখন শুধু ১০০ রানেই থামবেন না।
কপিলের চোখে, কোহলি এমন কিছু করবেন যেটা ভারতের ক্রিকেট ইতিহাসে করতে পেরেছেন শুধু দুজন ব্যাটসম্যান—ট্রিপল সেঞ্চুরি!