জমজমাট শীতের আমেজ। সঙ্গে ঘন কুয়াশা। কিন্তু, চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহের শুরুর দিনই বাড়বে তাপমাত্রা। ঠান্ডা কমবে। ৪-৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়বে আগামী কয়েকদিন। এই পরিস্থিতিই আপাতত বাজায় থাকবে। ফলে শীত ক্রমশ বিদায়ের পথে কিনা তা নিয়েই প্রশ্ন উঠে গেল।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। যার ফলে তাপমাত্রা বাড়ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। জলীয় বাষ্পের কারণে বাড়ছে কুয়াশার দাপট।
গত দু’দিন ধরেই কলকাতা সহ গোটা রাজ্যেই কুয়াশার প্রভাব রয়েছে। ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাচ্ছে। তবে, বেলা বাড়তেই রোদ ঝলমলে আকাশ লক্ষ্য করা যাচ্ছে। কেটে যাচ্ছে কুয়াশার প্রকোপ।