আর একদিন পর রাজ্যজুড়ে পালিত হবে প্রজাতন্ত্র দিবস । তার আগে হাই অ্যালার্ট জারি করা হল রাজ্যের ৫ রেল স্টেশনে। নিউ ফরাক্কা, জঙ্গিপুর, সাহেবগঞ্জ, মালদা, জামালপুর স্টেশনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জিআরপি ও আরপিএফ-এর তরফে যৌথ চেকিং চলছে।
রবিবার সকাল থেকেই দফায় দফায় স্টেশন চত্বরে তল্লাশি চালানো হয়। স্টেশনে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। রেললাইনে নেমেও চেকিং চালান জিআরপি এবং আরপিএফ-এর জওয়ানরা। এর পাশাপাশি রিজারভেশন ছাড়া কাউকেই আজ থেকে আর স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কোনওরকম ঝুঁকি এড়াতে তত্পর ভারতীয় রেল। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়ে সতর্ক রয়েছে রেল পুলিশ। প্ল্যাটফর্মে নামা ও দাঁড়িয়ে থাকা যাত্রীদের ব্যাগ চেক করে পুলিশ। এমনকি ট্রেন চলাচলের পর ট্র্যাকও চেক করা হয়। সবমিলিয়ে আঁটোসাঁটো নিরাপত্তা। যাত্রীরা জানালেন পুলিসি নিরাপত্তায় সুরক্ষিত অনুভব করছেন তাঁরা।