দেশজুড়ে করোনার টিকাকরণের দ্বিতীয় পর্যায়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য সব মুখ্যমন্ত্রীদের ভ্যাকসিন দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে ৫০ বছরের বেশি বয়সের মানুষদের টিকা দেওয়া হবে। ভ্যাকসিন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী জানান, টিকা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয় পর্যায়ে সবাইকে টিকা দেওয়া হবে, যাঁরই ৫০ বছরের ঊর্ধ্বে বয়স।
দেশের সব সাংসদ, বিধায়ক, যাঁদের বয়স ৫০ বছরের বেশি, তাঁদের সবাইকে দ্বিতীয় দফায় টিকা দেওয়া হবে। বর্তমানে করোনা টিকাকরণের প্রথম দফার টিকা অভিযান চলছে। ইতিমধ্যেই ৭ লক্ষের বেশি স্বাস্থ্যকর্মীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
করোনার টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে সেনা, আধাসেনা ও ৫০ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে। তবে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ কবে থেকে শুরু হবে, তা এখনও জানা যায়নি। স্বাস্থ্যকর্মীদের টিকাকরণের পরে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ শুরু হবে।
কেন্দ্র প্রতিটি রাজ্য সরকারকে জানিয়েছে, কোন সেশনে কোন ভ্যাকসিন দেওয়া হবে, তা নির্ভর করছে রাজ্য সরকারের উপর। এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ, রাজস্থান প্রথম পর্যায়ের লক্ষ্যমাত্রা দ্রুত পূরণের দিকে এগোচ্ছে।