•ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠল ফিলিপিন্সের পোন্ডাগুইটান। উপকূলবর্তী এলাকা কাঁপল তীব্রভাবে।

•রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ধরা পড়েছে ৭।

•দুপুর ১২.২৩ মিনিটে কম্পন অনুভূত হয় এলাকা জুড়ে। কম্পনের কেন্দ্রস্থল পোন্ডাগুইটান থেকে ২১৯ কিমি দক্ষিণপূর্ব। এর গভীরতা ১৩৯ কিমি।

•স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে যে, ফিলিপিন্সের বানিজ্যিক কেন্দ্র দাভাও-তে খুব ভালভাবে কম্পন অনুভূত হয়েছে।

•তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।