১৫ জানুয়ারি থেকে রাম মন্দির (Ram Mandir) নির্মাণের অনুদান সংগ্রহ শুরু হয়েছে। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে দেশের যে কেউ অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য আর্থিক অনুদান দিতে পারেন। দেশের প্রথম নাগরিকের দান দিয়ে শুরু হয়েছিল অনুদান সংগ্রহের কাজ। দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৫ লক্ষ ১০০ টাকা রাম মন্দির নির্মাণের জন্য অনুদান দিয়েছিলেন। আর এবার বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড় অযোধ্যায় রাম ণন্দির নির্মাণের জন্য আর্থিক অনুদান দিলেন। রাজ্যপাল ও তাঁর স্ত্রী এদিন পাঁচ লাখ এক টাকার আর্থিক অনুদান দিয়েছেন।
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ও বিশ্ব হিন্দু পরিষদের (Viswa Hindu Parishad) প্রতিনিধিদের একটি দল এদিন কলকাতায় রাজভবনে এসেছিল। সেই দলের প্রতিনিধিদের হাতে পাঁচ লক্ষ এক টাকার ড্রাফট তুলে দেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। উল্লেখ্য, দেশের বিভিন্ন রাজনৈতিক ও গণ সংগঠন রাম মন্দির নির্মাণের জন্য আর্থিক অনুদান সংগ্রহ করছে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট-এর পক্ষ থেকে দেশবাসীকে মন্দির নির্মাণের জন্য মুক্ত হস্তে দান করার আর্জি জানানো হয়েছিল। বলিউড অভিনেতা অক্ষয় কুমারও কিছুদিন আগে মন্দির নির্মাণের জন্য দেশবাসীর কাছে আর্থিক দানের অনুরোধ করেছিলেন।