গণতন্ত্র বহাল থেকেছে। শপথ নিয়েই এই কথা বললেন আমেরিকার ৪৬তম রাষ্ট্রপতি জো বাইডেন। দিলেন ঐক্যের বার্তা। একই সঙ্গে আমেরিকার বুকে যে সন্ত্রাসবাদী শক্তি আছে, সেটিকে উপড়ে ফেলার কথা বলেন তিনি। এদিন শপথ নেওয়ার পরেই টুইটারে তাঁকে শুভেচ্ছা জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসঙ্গে কাজ করে ভারত-মার্কিন সম্পর্ককে নয়া উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
গত চার বছরে ইন্দো-মার্কিন সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে নয়াদিল্লির তরফে একাধিকবার দাবি করা হয়েছিল। ‘হাউডি মোদী’-তে যোগ দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তো রীতিমতো ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্লোগান তুলেছিলেন মোদী। গত বছর ‘নমস্তে ট্রাম্প’-এ যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেই রেশ ধরেই বাইডেনের আমলে ইন্দো-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ককে নয়া উচ্চতায় নিয়ে যাওয়ার আশাপ্রকাশ করেন মোদী। তিনি লেখেন, ‘যৌথ মূল্যবোধের উপর নির্ভর করে আছেন ভারত-মার্কিন সম্পর্ক। দু’দেশের মধ্যে গুরুত্বপূর্ণ, বহুমুখী দ্বিপাক্ষিক কর্মসূচি, ক্রমবর্ধমান আর্থিক যোগাযোগ এবং মানুষের মধ্যে প্রাণবন্ত যোগ আছে। ভারত-মার্কিন সম্পর্ককে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর।’