অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ১ কোটি টাকা অনুদান দিলেন বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, “একটি ঐশ্বর্যশালী রাম মন্দির সকল ভারতীয়র স্বপ্ন। অবশেষে দীর্ঘদিনের এই ইস্যু থেমেছে। এই মন্দির একতা ও প্রশান্তির পথ করে দেবে। এই প্রচেষ্টায় আমার এবং আমার পরিবারের তরফে একটি ছোট্ট অবদান রইল।”
গত ১৫ জানুয়ারি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ও ভিএইচপি মিলে গোটা দেশে জুড়ে রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ অভিযান শুরু করেছে। দেশের প্রায় ১৩ কোটি পরিবারে পৌঁছে যাওয়ার লক্ষ্য রয়েছে তাদের। শ্রী রাম মন্দির ধন সংগ্রহ অভিযান নাম দেওয়া হয়েছে এই কর্মসূচির। প্রথম দিনেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৬ লক্ষ টাকার অনুদান দিয়েছেন। এই কর্মসূচি শুরু হওয়ার তিন দিনের মধ্যেই ১০০ কোটি টাকার অনুদান সংগ্রহ করে রেকর্ড গড়েছে রাম মন্দির ট্রাস্ট।