করোনা অতিমারীর কারণে ২০২০ সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আটকে থাকা ৪ শতাংশ DA খুব শীঘ্রই পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।
এই পদক্ষেপের ফলে কেন্দ্রীয় সরকারের প্রায় ৫০ লক্ষ কর্মচারী এবং ৬০ লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশের ভিত্তিতে DA বাড়তে চলেছে। সে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীরা মোট ২১ শতাংশ DA পাবেন। এর ফলে কেন্দ্রীয় সরকারের ৪৮ লক্ষাধিক কর্মচারী এবং প্রায় ৬৫.২৬ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন।
২০২০ সালের এপ্রিলে করোনা মহামারীর ফলে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কটের কারণে ৪ শতাংশ DA বৃদ্ধি স্থগিত করা হয়েছিল। কেন্দ্র ২০২১ সালের জুলাই পর্যন্ত DA বৃদ্ধি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে যে, সরকার জানুয়ারি, ২০২১ থেকে DA বৃদ্ধি করতে পারে। তবে জানুয়ারিতে DA বাড়ানো না হলেও জুলাইয়ে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশের ভিত্তিতে DA-সহ বেতন পেতে পারেন দেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।