অস্ট্রেলিয়ার পর এ বার ইংল্যান্ড বধের জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের দিনেই ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য প্রথম দু ম্যাচের দল ঘোষণা করে দিল বিসিসিআই। এই দুটি ম্যাচই হবে চেন্নাইতে। ১৮ জনের দলে ডাক পেয়েছেন হার্দিক পাণ্ড্য, অক্ষর প্যাটেল। দলে ফিরছেন অধিনায়ক বিরাট কোহালি। স্ট্যান্ডবাই হিসেবে দলে জায়গা পেয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণও।
একনজরে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ঘোষিত দল:
বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, শুভমান গিল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান সাহা, হার্দিক পাণ্ডিয়া, কেএল রাহুল (ফিটনেসের উপর ভিত্তি করে), ঋষভ পন্থ, বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল।
অস্ট্রেলিয়া সফরে ভাল খেললেও দলে জায়গা হয়নি টি নটরাজনের। কেএল রাহুল দলে থাকলেও ফিট হলে তবেই দলে থাকবেন তিনি। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টে তাঁকে খেলতে দেখা যেতে পারে।