দলের সঙ্গে মান অভিমানের পালা চলছে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির। ‘গেরুয়া টানে’ বেগড়বাই করলেও কয়েকদিন আগেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন বলেও জানিয়েছিলেন তিনি। তবে ততদিনে ক্ষতি যা হওয়ার তা হয়ে গিয়েছে। পুরপ্রশাসকের পর তৃণমূলের জেলা সভাপতি পদও হাত ছাড়া হয় জিতেন্দ্রর। এহেন পরিস্থিতিতে টুইট করে ফের জল্পনা উসকে দিলেন তিনি।
কী লিখেছেন জিতেন্দ্র তিওয়ারি?
সোমবার নিজের টুইটার হ্যান্ডলারে জিতেন্দ্র তিওয়ারি লিখেছেন, ‘পরিস্থিতি যখন কঠিন হয়ে দাঁড়ায়, দৃঢ় মনের মানুষই তার মোকাবিলা করতে পারে’। এই টুইট ঘিরেই আপাতত আসানাসোলের প্রাক্তন মেয়রের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। শেষ পর্যন্ত তিনি কী গেরুয়া শিবিরেই নাম লেখাচ্ছেন? প্রশ্ন উঠছে জোড়া-ফুলের অন্দরে।
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতির টুইট খুবই ছোট্ট। কিন্তু সেই টুইটের বার্তা গভীর বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।