নন্দীগ্রামে সভাস্থলে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৭ সালে জমি আন্দলন করতে গিয়ে নিখোঁজদের পরিবারের হাতে চার লক্ষ টাকার চেক প্রদান করেন তিনি।
শুভেন্দু অধিকারী দলবদলের পর নন্দীগ্রামে মমতার এটি প্রথম সভা। তেখালির মাঠে সভা তাঁর। সিঙ্গুরের পাশাপাশিই নন্দীগ্রামের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজনৈতিক উত্থানের শুরু। গত ৭ জানুয়ারি সভা বাতিলের পর নন্দীগ্রামে আজ সভা তৃণমূল সুপ্রিমোর।
এদিন তিনি বলেন, ‘কে নন্দীগ্রাম আন্দোলন করেছে, তা নিয়ে আমি কারোর কাছে জ্ঞান নেবো না। সেইসব দিন আমরা দেখেছি। কীভাবে জ্যান্ত মানুষগুলোকে হত্যা কর হল। নন্দীগ্রামের আত্মিক টান ছিল-আছে থাকবে। ভুলতে পারি নিজের নাম। ভুলবো না নন্দীগ্রাম। এটা নিয়ে আমার বই আছে। আজ নন্দীগ্রাম অনেক উন্নত হয়েছে। কৃষাণ মান্ডি হয়েছে।’
অধিকারী পরিবারের ঘনিষ্টদের তৃণমূলের সংগঠনের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে ভোটের আগে এদিন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বিশেষ তাৎপর্যবাহী।