বঙ্গ ভোটে লড়তে আসছে শিবসেনাও! আজ ট্যুইটারে এমনটাই জানিয়ে দিলেন শিবসেনার সেকেন্ড ইন কম্যান্ড সঞ্জয় রাউত।আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী দেবে শিবসেনাও। খুব শিগগির মাঠে নেমে প্রচারও শুরু হবে।
সঞ্জয় রাউত লিখেছেন, দলীয় প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনার পর স্থির হয়েছে, বাংলার বিধানসভা ভোটে শিবসেনাও প্রার্থী দেবে।খুব শিগগির কলকাতায় আসছি।
দিন কয়েক আগেও রাজ্যের বেশ কয়েকটি জায়গায় শিবসেনার পতাকা দেখা গিয়েছিল। তাহলে কি রাজ্যে আসার পূর্বাভাস, এমনটাই প্রশ্ন করছিলেন রাজনীতি-কৌতূহলীরা।
তবে রাজ্যে শিবসেনার সংগঠন অত্যন্ত দূর্বল। রাজ্যে দলের সাধারণ সম্পাদক অশোক সরকার আগে বিজেপিতেই ছিলেন। দলের অধিকাংশই বিজেপির বিক্ষুব্ধ সদস্য। তবে শিবসেনা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপিকে। এর আগে বিহার নির্বাচনে প্রার্থী দিয়েছিল শিবসেনা, কিন্তু একটি আসনও জিততে পারেনি। তবে বিজেপির ভোট কিছুটা কাটতে পেরেছিল তারা। মনে করা হচ্ছে, অন্তত হিন্দু অধ্যুষিত ১০০-১১০টি আসনে প্রার্থী দিতে পারে শিবসেনা। কয়েকটি আসনে ভোট ভাগাভাগির ফলে একটু শতাংশের হেরফের হলেই সমস্যা হতে পারে বিজেপির।
অবশ্য এখানেই শেষ নয়, এত অল্পসময়ে কত আসনে প্রার্থী দিতে পারবে সেনা, তৃণমূলের সঙ্গে তারা জোটে যাবে নাকি স্বতন্ত্র ভাবে লড়বে, প্রশ্ন থাকছে তা নিয়েও। এইসব জল্পনার শুরুয়াত করে দিল এদিনের রাউতের পোস্ট, সব মিলে আরও কয়েকগুণ জমে গেল বাংলার ভোটরঙ্গ।