ন্যায়বিচার সংক্রান্ত একটি মামলায় মোট ৪০ জনকে সমন পাঠাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। শিখস ফর জাস্টিস-এর আওতায় একটি মামলার জন্য ডেকে পাঠানো হয়েছে তাদের। এই ৪০ জনের মধ্যে রয়েছেন কৃষক নেতা বলদেব সিং সিরসা ও পাঞ্জাবি অভিনেতা দীপ সিধু। রবিবার ডেকে পাঠানো হয়েছে এই দু’জনকে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর-এর ১৬০ নম্বর সেকশনের আওতায় শিখস ফর জাস্টিস সংক্রান্ত একটি মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে এই ৪০ জনকে ডেকে পাঠিয়েছে এনআইএ। রবিবার দিল্লিতে এনআইএ-র সদর দফতরে হাজির হওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে পাঞ্জাবি অভিনেতা দীপ সিধুকে। একই নির্দেশ দেওয়া হয়েছে বলদেব সিং সিরসাকেও। এই প্রসঙ্গে এনআইএ-র পাঠানো সমনের কপি নিজের ফেসবুকে শনিবার শেয়ার করেছেন দীপ। এই চিঠিতে ধিরাজ কুমার নামের এক আধিকারিক জানিয়েছেন, ‘আমি যে মামলার তদন্ত করছি সেই মামলার বেশ কিছু তথ্য আপনার কাছে রয়েছে বলে প্রাথমিক তদন্তে বোঝা গিয়েছে। তাই ১৭ জানুয়ারি সকাল ১০টায় দিল্লিতে লোধি রোডে সিজিও কমপ্লেক্সের বিপরীতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির দফতরে আমার সামনে আপনাকে হাজিরা দিতে বলা হচ্ছে। এই মামলা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই ডাকা হচ্ছে আপনাকে।’ অবশ্য কোন মামলার জন্য এই সমন সেই ব্যাপারে এনআইএ কিংবা দীপ সিধু কারও তরফে কিছু জানানো হয়নি।
সর্বশেষ নিবন্ধ
করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে লাগাতার সাহায্যের জন্য ভারত এবং মোদীকে ধন্যবাদঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)
বাংলাদেশ, ব্রাজিল-সহ বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যে করোনাভাইরাস টিকা পাঠিয়েছে ভারত। টিকা পাচ্ছে দক্ষিণ আফ্রিকাও। তারইমধ্যে করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে যেভাবে সাহায্যের...
কালীঘাটে উদ্ধার বস্তা ভর্তি টাকা! এলাকায় তীব্র চাঞ্চল্য
কালীঘাটে মুখার্জি ঘাটে বস্তা ভর্তি টাকা। ৫০, ২০ এবং ১০ টাকার সমস্ত টাকা পাওয়া গিয়েছে। সবগুলিই আসল টাকা। কিন্তু বস্তাভর্তি টাকা উদ্ধার...
আগামিকাল ‘ন্যাশনাল ভোটার্স ডে’ উপলক্ষে e-EPIC লঞ্চ করতে চলেছে নির্বাচন কমিশন
২৪ জানুয়ারি অর্থাত্ আগামিকাল ন্যাশনাল ভোটার্স ডে । আর সেই দিনই e-EPIC (Electronic Electoral Photo Identity Card) প্রোগ্রাম লঞ্চ করতে চলেছে ভারতের...