কলকাতা : শুভেন্দু অধিকারীর অতিঘনিষ্ঠজন বলেই তাঁকে চেনে রাজনীতির ব্যাপারীরা। কোলাঘাটের জনসভায় কৈলাস বিজয়বর্গীই তাঁর হাতে তুলে দিয়েছিল গেরুয়া পতাকা। সেই আপনজনই এবার মুখ ফেরালেন। শুভেন্দুবৃত্ত থেকে বেরিয়ে ফের তৃণমূলে যোগ দিলেন সিরাজ খান।
রবিবার তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সৌমেন মহাপাত্রর উপস্থিতিতে তিনি যোগদান করলেন। সিরাজকে ফিরিয়ে দলবদলের দাবায় এ বার পাল্টা চাল দিল তৃণমূল।
এর পর সিরাজের বক্তব্য, ”২০০৮ সাল থেকে শুভেন্দু আমাকে ব্যবহার করেছেন। ওঁর সঙ্গে কাজ করতে চাই না। তাছাড়া বিজেপিতে গিয়েও কাজের সুযোগ পাচ্ছিলাম না। তাই ফিরে এলাম।”
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর দলবদলের আগে গত বছর ২৫ নভেম্বর পশ্চিমবঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে কোলাঘাটে বিরাট জনসভা করে বিজেপিতে যোগ দিয়েছিলেন সিরাজ।