ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ড। প্রবল আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন বাসিন্দারা।ইন্দোনেশিয়ার মাজেনা শহর থেকে মাত্র ৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এপিসেন্টার। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কম্পনের মাত্রা ছুঁয়েছে ৬.২ ম্যাগনিটিউড। বৃহস্পতিবার রাতে কম্পনের মাত্রা ছিল ৫.৯ ম্যাগনিটিউড।
এ দিন সকালের ভূমিকম্পে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৭জন। প্রায় ৭০০ মানুষ গুরুতর আহত। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বহু বড় বাড়ি এবং উঁচু নির্মাণে বড় বড় ফাটল দেখা গিয়েছে। যে কোনও সময় ভেঙে পরার আশঙ্কা রয়েছে। তবে সুনামির আশঙ্কা এখনই নেই, জানিয়েছে স্থানীয় প্রশাসন।