বিধ্বংসী আগুন লাগল মানিকতলার ব্যাটারির গোডাউনে। দুপুর ১টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে।আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় দমকলের ১১ টি ইঞ্জিন।
মাণিকতলায় ব্যাটারির গোডাউনে বিধ্বংসী আগুন। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সাহিত্য পরিষদের একেবারে সামনে রয়েছে এই ভ্যাটারির গোডাউন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি ইঞ্জিন। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। তবে ভেতরে কেউ আটকে নেউ বলে দাবি করা হয়েছে। দাউ গাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। একটি টিনের ছাদ ভেঙে পড়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল।