এবার পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । মঙ্গলবার টুইট করে নিজেই সে খবর দিলেন তিনি। টুইটারে তাঁর সফরসূচি প্রকাশ করেছেন রাজ্যপাল।
নতুন বছরের গোড়াতে থেকেই একের পর এক জেলায় ঘুরে বেড়াচ্ছেন রাজ্যপাল। ৪ তারিখ পূর্ব বর্ধমান গিয়েছিলেন তিনি। সেখানকার ১০৮ শিব মন্দিরে সস্ত্রীক পুজোও দেন। এর আগে বেশকিছুদিন উত্তরবঙ্গে কাটিয়ে এসেছেন তিনি। এবার তাঁর গন্তব্য পূর্ব মেদিনীপুর।
মঙ্গলবার টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় জানান, ৬ জানুয়ারি তমলুক যাচ্ছেন সস্ত্রীক। সেখানে বর্গভীমার মন্দিরে পুজো দেবেন তাঁরা। এরপর আর্কিওলজিক্যাল মিউজিয়াম ঘুরে দেখবেন। বেলা দেড়টা নাগাদ কোলাঘাটের সার্কিট হাউজ থেকে সাংবাদিক বৈঠক করবেন তিনি।