৬৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মূর্তি উন্মোচন করা হয়।সেখানে থাকলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মূর্তি উন্মোচনের পর পাশাপাশি কিছুক্ষণ দাঁড়াতে দেখা যায় সৌরভ এবং শাহকে।
তবে শাহের আগমন নিয়ে অনিশ্চয়তা ছিল। সেইসব অনিশ্চয়তার মেঘ দূর করে অনুষ্ঠানে আসেন শাহ। যেখানে ছিলেন সৌরভও। মূর্তি উন্মোচনের পর শাহের বাঁ-দিকে দাঁড়িয়েছিলেন তিনি। তবে কিছুটা দূরত্ব বজায় রেখেছিলেন। পরে একেবারে পাশাপাশিও দাঁড়ান তাঁরা। একইসঙ্গে অনুষ্ঠানে ছিলেন গৌতম গম্ভীর, শিখর ধাওয়ান, সুরেশ রায়নারা।