দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন।সাতদিনের জন্য লকডাউন জারি হল ভুটানে। হঠাৎ করোনার প্রাদুর্ভাব মাত্রা ছাড়ানোয় এই সিদ্ধান্ত । মঙ্গলবার থেকেই বলবৎ হয়েছে লকডাউনের বিধিনিষেধ।
ভুটানের প্রধানমন্ত্রীর অফিসের ফেসবুক পেজে জানানো হয়েছে,থিম্পু, পারো, লামোইঝিংখায় করোনার প্রাদুর্ভাব বাড়ছে। মঙ্গলবার সকালেই আন্ত:রাজ্য যাতায়াত বন্ধ করা হয়েছে, পরিস্থিতির নিরিখে জাতীয় কোভিড নিয়ন্ত্রণ টাস্কফোর্স আরও কড়া নিয়ম বলবৎ করতে চাইছে। ভুটানের পিএমও মনে করছে, দেশজোড়া লকডাউন ভুটানকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করবে। কমবে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনাও।তবে লকডাউন চলাকালীন আগামী সাতদিন নিত্য প্রয়োজনীয় খাবার-সবজি ও জরুরি পণ্য সরবরাহ করবে সরকার।
এদিকে ব্রিটেনের পরিস্থিতির দিকে নজর রেখে সতর্কতা নিয়েছে ইউরোপের অন্যান্য দেশগুলি। বড়দিনের উত্সবে জনসমাগম থেকে যাতে সংক্রমণ বেশি না ছড়িয়ে পরে তার জন্য সামাজিক দূরত্ববিধি সহ কড়া লকডাউনের সিদ্ধান্ত নিতে চলেছে বেশ কয়েকটি দেশ।
Kothor vabe bidhi nished arop korte hobe