নিজের নতুন ছবির নাম ঘোষণা করলেন আয়ুষ্মান খুরানা। ‘ডক্টর জি’। জংলি পিকচার্সের প্রযোজনায় তৈরি হচ্ছে আয়ুষ্মানের এই নতুন ছবি। সোশ্যাল পেজে এই খবর শেয়ার করেছেন মিস্টার খুরানা।
নবাগতা পরিচালক অনুভূতি কাশ্যপ এই ছবির মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন। শুরুতেই আয়ুষ্মানের সঙ্গে কাজে বেশ উচ্ছ্বসিত পরিচালক অনুরাগ কাশ্যপের বোন অনুভূতি কাশ্যপ।পর্দায় প্রথমবার ডাক্তার হিসেবে আসতে চলেছেন আয়ুষ্মান। জানা যাচ্ছে এই ছবি একটি কমেডি ড্রামা। জংলি পিকচার্সের সঙ্গে এই নিয়ে তিনটি ছবি করতে চলেছেন আয়ুষ্মান। ২০১৭-তে ‘বরেলি কি বরফি’ এবং ২০১৮-তে ‘বাধাই হো’ ছবি তৈরি করেছিল এই প্রযোজনা সংস্থা।