এবার ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে রেকর্ড নিজের করে নিলেন মেসি। ফলে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক এখন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড।
মঙ্গলবার দিনগত রাতে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে বার্সা। পেদ্রির ব্যাকহিল থেকে বল পেয়ে দলের তৃতীয় গোলটি করেন মেসি, যা বার্সার জার্সিতে তার ৬৪৪তম গোল।
মেসির আগে এক ক্লাবের হয়ে সবেচেয়ে বেশি গোলের মালিক ছিলেন পেলে। নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ১৯ মৌসুম মাঠ মাতিয়ে তিনি গোল করেছিলেন ৬৪৩টি। একসময় ভাবা হতো, পেলের অন্তত এই রেকর্ডটি কারো পক্ষে ভাঙা সম্ভব নয়। কিন্তু মেসি তা ভুল প্রমাণ করলেন।