“অন্য দল থেকে যাঁরাই যোগ দিতে চাইবেন তাঁদেরকেই দলে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”, বুধবার জানালেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি আরও জানান, “পশ্চিমবঙ্গে রাজনীতিতে পরিবর্তন দেখে অনেকেই ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন, আরও অনেকে যোগ দিতে চলেছেন। আমরা তাঁদের সবাইকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটা বিজেপির একটা কাজের পদ্ধতি।”
অন্যদিকে তৃণমূলের কাঁথির সভাকেও তীব্র কটাক্ষ করেন দিলীপ। এই সভার সঙ্গে চৈত্র সেলের তুলনা করেন তিনি। দিলীপ বলেন, “যেমন বিক্রি না হওয়া জিনিষপত্র চৈত্র সেলে দেওয়া হয়, তেমনই তৃণমূল সেই সমস্ত নেতাকে নিয়ে সভা করার চেষ্টা করছে যাঁরা গুদামে চলে গিয়েছেন। এই সভা থেকে পরিস্কার তৃণমূলের ঘরে আর কিছু নেই। বিপুল টাকা খরচ করে বাসে করে দক্ষিণবঙ্গ থেকে লোক আনছে। নিজেদের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করছে তৃণমূল।”
প্রসঙ্গত শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর গড়ে এটাই তৃণমূলের প্রথম সভা। এই সভায় যোগ দেবেন ফিরহাদ হাকিম এবং সৌগত রায়।