তিনদিনের সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের সফরে উত্তরবঙ্গে জুড়ে একাধিক রাজনৈতিক জনসভা রয়েছে তাঁর।
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে তিনটি রাজনৈতিক সভা করেছেন মুখ্যমন্ত্রী। প্রথমটি তিনি করেন বাঁকুড়ায়, তার পর মেদিনীপুরে ও শেষ সভাটি করেছেন বনগাঁয়। তিনটি সভা থেকে কৃষি আইনের বিরোধীতার পাশাপাশি বিজেপি–কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথাও তুলে ধরেছেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এসেছে পশ্চিমবঙ্গে সিএএ লাগুর বিরোধীতার কথাও। উত্তবঙ্গের সভাগুলোতেও বিজেপি বিরোধীতায় সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিমল গুরুং ফেররা পর থেকেই উত্তপ ছড়াচ্ছে পাহাড়ের রাজনীতিতে। ইতিমধ্যেই শিলিগুড়িতে সভা করেছেন মোর্চা নেতা বিমল গুরুং, রোশন গিরিরা। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগে আগামী বিধানসভায় তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করেছেন গুরুং। কটাক্ষ করেছেন গুরুং বিরোধী মোর্চা গোষ্ঠীর প্রধান বিনয় তামাংয়ের।