সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের স্পিনার বরুন চক্রবর্তী। বিয়ে করলেন দীর্ঘদিনের বান্ধবী নেহা খেড়েকরকে। একেবারে কোভিড স্বাস্থ্যবিধি মেনে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই নতুন ইনিংস শুরু করলেন কেকেআর স্পিনার। আর রিসেপশনেই ক্রিকেটে মাতলেন স্ত্রী নেহার সঙ্গে।
কেকেআরের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বরুণের ডেলিভারিতে দিব্যি ব্যাটিং করছেন নেহা। গলায় মালা পরে বল করছেন বরুন আর ব্যাট হাতে সাবলীলভাবে তা সামলাচ্ছেন নেহা । যে স্পিনারের স্পিন রহস্য ভেদ করতে গিয়ে এবছর আইপিএলে রীতিমতো হিমশিম খেতে হয়েছে বিপক্ষ ব্যাটসম্যানদের, তাঁর ডেলিভারিই কিনা হাসি মুখে খেলে দিচ্ছেন নেহা। মজা করে সেই রহস্য ভেদের কথাই পোস্টে লেখে কেকেআর। সঙ্গে নবদম্পতিকে নতুন জীবনের জন্য অভিনন্দনও জানান সকলে ।