আপাতত সঙ্কটমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা।শরীরে বেড়েছে অক্সিজেনের মাত্রা। তাঁর শরীরে আপাতত অক্সিজেন স্যাচুরেশন মাত্রা ৯৪ শতাংশ। কেটেছে আচ্ছন্নভাব। রক্তচাপ ও পালস রেটেও স্বাভাবিক।আগামী ২-৩ দিনেই হাসপাতাল থেকে ছুটির সম্ভাবনা।
শনিবার সকাল থেকে বুদ্ধদেববাবুর ফিজিওথেরাপিও করানো হচ্ছে। এর পরের ধাপে তাঁকে রাইলস টিউব মুক্ত করা হবে। রবিবার পর্যন্ত চলবে অ্যান্টি বায়োটিক ওষুধগুলি।