কসবায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে উত্তপ্ত এলাকা। একে ওপরের বিরুদ্ধে হামলার অভিযোগ। কসবা থানা ঘেরাও করে তৃণমূলের বিক্ষোভ।
বিজেপির দাবি, ‘দলীয় কর্মীকে মারধরের প্রতিবাদে এদিন বিজন সেতু থেকে কসবা থানা পর্যন্ত মিছিল করে থানায় স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল।’ সেই মিছিলে হামলা চালায় শাসক দল বলে অভিযোগ। পাল্টা তৃণমূলের অভিযোগ বিজেপির মিছিল থেকেই হামলা চালানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পৌঁছেছে। এই ঘটনার জেরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।