কলকাতা: উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বাতিল করল কলকাতা হাইকোর্ট।প্যানেল থেকে শুরু করে মেরিট লিস্ট সবই বাতিল।জানুয়ারি থেকে নতুন করে স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ প্রক্রিয়া প্রথম থেকে শুরু করার নির্দেশ দিয়েছে আদালত ৷
হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য শুক্রবার জানিয়ে দিলেন, ‘নিয়োগ প্রক্রিয়া আইন মেনে হয়নি। পুরো প্রক্রিয়াই অনিয়মে ভরা। প্যানেল থেকে মেরিট লিস্টি, পুরোটা তালিকাই বাতিল’।
একই সঙ্গে তিনি নির্দেশ দেন, আগামী বছরের জানুয়ারি থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যা এপ্রিলের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
২০১১ এবং ২০১৫ সালের টেট পরীক্ষা পাশ করার পর দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগকে এদিনের রায়ে মান্যতা দিল আদালত ৷ হাইকোর্ট জানিয়েছে নিয়োগের কোনও প্রক্রিয়া মানা হয়নি ৷ প্যানেল থেকে শুরু করে মেরিট লিস্ট সবই বাতিল।