বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পর চলতি মাসেই ফের রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৯ ও ২০ ডিসেম্বর তাঁর বাংলা সফরের সম্ভাবনা রয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর।
গত মাসের প্রথম সপ্তাহেই দু’দিনের রাজ্য সফরে এসেছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁকুড়া, উত্তর২৪ পরগনা ও কলকাতায় কর্মসূচি ছিল তাঁর। তবে এবার সাংগঠনিক কাজে শাহ উত্তরবঙ্গে যেতে পারেন বলে সূত্রের খবর। তবে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, আজ বা আগামিকালের মধ্যেই অবশ্য তা হয়ে যতে পারে বলে জানা গিয়েছে।
নভেম্বরে বাংলায় এসে রাজ্য সংগঠনকে যে ২৩ দফা কর্মসূচি দিয়েছিলেন শাহ তা কতটা এগোল, সেসব রিপোর্টও নিতে পারেন তিনি। মোটের উপর উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের সংগঠন এই মুহূর্তে ঠিক কী অবস্থায় রয়েছে, তা দেখাই অমিত শাহর সফরের মূল লক্ষ্য।