নতুন সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন যে বর্তমান সংসদ ভবন প্রয়োজন মিটিয়েছে কিন্তু নয়া সংসদ ভবন মানুষের আকাঙ্খাকে পূর্ণ করবে।
তাঁর কথায় একশো বছরে অনেক বার আপগ্রেড করা হয়েছে বর্তমান সংসদ ভবনকে কিন্তু এবার সেটার বিশ্রাম নেওয়ার সময় এসেছে। পশ্চিমের আগে ভারতে গণতন্ত্রের কথা বলা হয়েছে প্রায় হাজার বছর আগে বলে জানান মোদী।
মোদী বলেন যে সবাইকে ইন্ডিয়া ফার্স্ট, এই শপথ নিতে হবে। সবার সিদ্ধান্তে একটাই কথা আগে মনে রাখতে হবে যে দেশহিত সবার আগে আসতে হবে। বিভেদ থাকতে পারে, কিন্তু মানুষের সেবাই সবার লক্ষ্য থাকা উচিত বলে জানান প্রধানমন্ত্রী।
৯৭১ কোটি টাকা দিয়ে নয়া সংসদ ভবন তৈরি হবে ২০২২-এর মধ্যে। লোকসভায় ৮৮৮জন সদস্য ও রাজ্যসভায় ৩৮৪ জনের স্থান রাখা হবে নয়া সংসদে, ভবিষ্যতের কথা মাথায় রেখে।