মমতা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। পরিবহণ ও সেচ দফতরের দায়িত্ব ছাড়লেন তিনি। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালকেও চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি।

গতকাল হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের (এইচআরবিসি) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।তাৎপর্যপূর্ণভাবে সেই পদে বসানো হয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপরই এদিন মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন শুভেন্দু। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এদিন সরকারি সব নিরাপত্তা ছাড়েন শুভেন্দু অধিকারী।
এবার কী তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেবেন পূর্ব মেদিনীপুরের নেতা শুভেন্দু? মন্তিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরপরই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘তৃণমূলের শেষের শুরু হয়েছে। এবার দলটাই উঠে যাবে। শুভেন্দুবাবু বিজেপিতে আসতে চাইলে স্বাগত। প্রয়োজনে আমিও কথা বলতে পারি।’