বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন। প্রয়াত ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবরই পাওয়া গিয়েছে।
জানা যায়, বুধবার নিজের বাড়িতে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। বিশ্বজয়ী কিংবদন্তি ফুটবল তারকার প্রয়াণের খবর যেন এখনও মেনে নিতে পারছে না বিশ্ব।
আর্জেন্তাইন মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা। সম্প্রতি মারাদোনার মাথায় অস্ত্রোপচার হয়েছিল। এরপর সুস্থ হয়ে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। তার কয়েক সপ্তাহের মধ্যেই ফুটবল দুনিয়ায় এই দুঃসংবাদ। দেশের হয়ে সর্বোচ্চ পর্যায় ফুটবল বিশ্বকাপ জিতেছেন মারাদোনা।