আর ভারতে খেলা যাবে পাবজি মোবাইল ও পাবজি মোবাইল লাইট। ফেসবুক পোস্টে এবার সেকথা জানিয়ে দিল এই সংস্থা।
সেপ্টেম্বরের ২ তারিখ কেন্দ্রীয় সরকার ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করে দেয়। তার মধ্যে অন্যতম ছিল অনলাইন গেমিং অ্যাপ পাবজি। কিন্তু ব্যান করে দেওয়ার পরেও ৯০ শতাংশ ক্ষেত্রে পাবজি খেলা চলছিল। ভিপিএন কানেকশন বদল ও ট্যাবলয়েড-পিসিতে পাবজি গেম ইনস্টল করে অনায়সেই খেলতে পারছিলেন গেমার। তার জন্য পাবজি বেশ কয়েকটি সার্ভারও সক্রিয় ছিল। যদিও ব্যান করে দেওয়ার পরে অ্যাপল ও গুগল স্টোর থেকে পাবজি গেমকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু ভিপিএন কানেকশন বদল করে ফের তা ডাউনলোড করা যাচ্ছিল। এছাড়া পাবজির কম্পিউটার ভার্সনটিও খেলা যাচ্ছিল অনায়াসে। কিন্তু এখন এই ঘোষণার মাধ্যমে ৩০ অক্টোবর থেকে ভারতে আর কোনও মতেই খেলা যাবে না পাবজি।
ভারতে পাবজির জনপ্রিয়তা রয়েছে বিপুল। মাসে প্রায় ৫ কোটি ব্যবহারকারী ছিল পাবজির। কল অফ ডিউটি, ফ্রন্টলাইন ও ফ্রি ফায়ারের মতো অনলাইন গেম আসলেও, এখনও তারা পাবজির জায়গা নিতে পারেনি। ফলে পুরনো বাজার দখল করতে মরিয়া হয়ে উঠেছিলেন পাবজির কর্তারা। কিন্তু এখন ভারতে সম্পূর্ণরূপে গেম বন্ধ হওয়ায়, সংস্থা ব্যাপক লোকসানের মুখোমুখি হতে পারে বলে মনে করা হচ্ছে।